স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০২০ সালের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। পরবর্তী চার বছরের জন্য তাকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান। তিনি ফ্লোরিডাকে দ্বিতীয় হোম উল্লেখ করে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি তার সমর্থকদের আরো বলেন, আমরা আমেরিকাকে আবারো মহান করতে যাচ্ছি। গণতন্ত্রকে স্থিতিশীল করা আমাদের পবিত্র দায়িত্ব বলে উল্লেখ করেন। এদিকে, ট্রাম্প আবারো অভিবাসীদের ব্যাপারে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, অবৈধ অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সদা তৎপর দেশটির প্রশাসন।