স্বদেশ ডেস্ক:
করোনা ভাইরাসের আতঙ্কের মাঝে স্থগিত হয়ে গেলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর। এর আগে দুই দফায় পাকিস্তান সফর করে এসেছে টাইগাররা।
প্রথম ধাপে টি-২০ ও দ্বিতীয় ধাপে টেস্ট খেলেছে বাংলাদেশ। এবার তৃতীয় ধাপে এক ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিলো।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এ সফরটি আপাতত হবে না।