মেষ: ভ্রাতা অথবা ভগ্নীর উচ্চশিক্ষায় আশানুরূপ ফল লাভ করতে পারেন। উচ্চ রক্তচাপ ও রক্তে শর্করা বৃদ্ধি ইত্যাদি রোগে কষ্ট পেতে পারেন।আপনার ব্যবহারে আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল।
বৃষ :কর্মক্ষেত্রে জটিলতা মানসিক অশান্তির কারণ হতে পারে। সন্তানদের বিদ্যাচর্চায় অমনোযোগিতার জন্য সাময়িক বাধাবিঘ্নের সৃষ্টি হলেও পরীক্ষার ফল ভালই হবে।
মিথুন:নতুন সম্পত্তি ক্রয় বিক্রয়ের আগে কাগজপত্র ভাল করে যাচাই করে নেবেন অন্যথায় প্রতারিত হওয়ার আশঙ্কা। সন্তানকে নিয়ে মানসিক দুশ্চিন্তা স্বাস্থ্যহানির কারণ হতে পারে।
কর্কট :সপ্তাহের প্রথমে পরোপকারী মনোভাব এবং কর্তব্যবোধ আপনাকে সহকর্মীদের কাছ থেকে বিশেষ মর্যাদা পাইয়ে দিতে পারে। শিল্পী, গায়ক-গায়িকা ও সাহিত্যিকদের সপ্তাহটিতে নানারকম ভাল সুযোগ আসতে পারে।
সিংহ রাশি: নিজেকে কিছু খেলাধূলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা। আপনার স্ত্রীর সাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করে আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন।
কন্যা রাশি: স্বাস্হ্য সুন্দর থাকবে। যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে, কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে।
তুলা রাশি: আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। আপনি যদি আপনার কারোর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভাল।
বৃশ্চিক রাশি: বাচ্চারা আপনার সন্ধ্যেটা উজ্জ্বল করবে। নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন। ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে।
ধনু : ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। সরকারী চাকরীতে উন্নতির সম্ভাবনা প্রবল।
মকর :মকর রাশির জাতক জাতিকার দিনটি মোটের ওপর ভালই যাবে। মামলা মোকর্দ্দমায় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।উচ্চ শিক্ষার জন্য ভাল কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ রয়েছে।
কুম্ভ :কুম্ভ রাশির রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্রভাবে যাবে। আজ ঋণ দান বা ঋণগ্রহণের কোনও করতে হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ রয়েছে।
মীন :আজ আনার ব্যবসায় ও কর্মস্থলে কোনও ভালো ঘটনা ঘটতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়।