স্বদেশ ডেস্ক:
সাংবাদিক-কবি আহসান হামিদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তিকাল করেছেন। আজ বাদ আসর মিরপুর সাংবাদিক পল্লী মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি জন্মগ্রহণ করেন ১৯৫২ সালের ১৪ আগস্ট শরীয়তপুরের ভেদরগঞ্জে।
আহসান হামিদ দৈনিক নয়া দিগন্ত থেকে শিফট ইনচার্জ হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি তার সাংবাদিকতার জীবন শুরু করেছিলেন দৈনিক সংবাদ দিয়ে।
বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও এমএ করা আহসান হামিদের অনেক গ্রন্থ রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রক্তঋণখেলাপি, উৎকণ্ঠিত একা, দিলাম তোমায় নিঃশব্দ শিশির, শতপ্রেমপদ্য, শরৎ হেমন্তের যুগল কবিতা।
তিনি বাংলাদেশ বেতারের বহু জনপ্রিয় অনুষ্ঠানের গ্রন্থক ও উপস্থাপকও ছিলেন।