স্বদেশ ডেস্ক:
অধিনায়ক হিসেবে মাশরাফি অধ্যায়ের শেষ হয়েছে শুক্রবার। ৩-০ তে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফি কথা বলেছেন। তিনি চলে গেলেন। তবে স্বপ্ন বাস্তবায়নের মত দলের আর সবার কাছে দিয়ে গেলেন।
২০২৩ বিশ্বকাপ ভারতের মাটিতে। মাশরাফি বলেছেন, ‘আমি আশা করি পরের বিশ্বকাপ ভালো করবে। আশা করি এই দলটি সেমিফাইনালে খেলবে।’
অধিনায়কের অনেক কাজ মনে করেন মাশরাফি। এছাড়া খেলোয়াড়দেরও অনেক কাজ রয়েছে। মাশরাফি মনে করেন অধিনায়ককে খালি মাঠের ভেতরে খেলোয়াড়দের দেখলেই হবে না। মাঠের বাইরে খেলোয়াড়দের মানসিক সাপোর্ট দিতে হবে। বাংলাদেশে খেলোয়াড়রা অনেক ডিস্টার্ব হন বলেও মনে করেন মাশরাফি।
অধিনায়ক বলেন, ‘খেলোয়াড়রা নানা কারণে সমস্যায় পড়ে। কেউ পারিবারিক, বা ব্যক্তিগত কারণে সমস্যায় থাকে। এছাড়া ফিটনেসে সমস্যা হতে পারে। আর ক্যাপ্টেন্সি চাওয়ার কিছু নেই। অবশ্যই লিডার হওয়া জরুরি। অধিনায়কের অফ দ্য ফিল্ড অনেক কাজ করতে হবে। মাঠের ভেতরে খেলোয়াড়রা প্রবেশ করলে আর কিছু করার থাকে না।’
কোন কোচের অধীনে মাশরাফির ভাল গেছে? এই প্রশ্নের উত্তরে মাশরাফি বলেছেন,‘ অবশ্যই হাথুরুসিংহেকে এগিয়ে রাখব। আর জেমি সিডন্স মুশফিক, সাকিব ও তামিমদের তৈরি করেছে।’
অধিনায়ক হিসেবে অর্জনের প্রশ্নে বলেছেন,‘আমি ৫০টি জয় পেয়েছি। এজন্য আল্লাহকে ধন্যবাদ জানাই।’ তার কোনো আক্ষেপ নেই। বলেন, ‘জীবনে কি পেলাম কি পেলাম না ভাবি না। যা পেয়েছি এটায় আমি সন্তুষ্ট।’
অধিনায়ক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে লিটনের প্রসংশা করেন মাশরাফি। বলেন, ‘আমি দুজনের ব্যাটিং উপভোগ করি। এর মধ্যে বিরাট কোহলি একজন আর আরেকজন লিটন।’
আগামীর অধিনায়কের অনেক কাজ আছে বলেছেন মাশরাফি। বলেন, ‘আমার জায়গা এখন যে বসবে তাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে। আরও দায়িত্ব বেড়েছে। জিতলে অনেক সহজ। হারলে অনেক কিছু সামলাতে হয়। এই চাপ জয় করতে জানতে হবে।’