সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

এবার বাসিন্দাদের জন্যও ওমরাহ বাতিল করলো সৌদি আরব

এবার বাসিন্দাদের জন্যও ওমরাহ বাতিল করলো সৌদি আরব

স্বদেশ ডেস্ক:

করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যও ওমরাহ সাময়িক সময়ের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

আরব নিউজ জানিয়েছে, করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।

এর আগে গত সপ্তাহেই বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব। ওমরাহ হজ করার জন্য জমা নেয়া অর্থ এজেন্সির মাধ্যমে ফেরত দেয়া হবে বলেও জানানো হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাময়িকভাবে এসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে কতদিন এসব নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ থাকবে সেটি বলা হয়নি।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে গত ডিসেম্বর থেকে সারা বিশ্বে অন্তত ৩ হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যে ৩,১৫০ জনের বেশি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। এ ভাইরাস ছড়িয়ে পড়েছে এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশে। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। মৃত এবং আক্রান্তদের বেশিরভাগ চীনের এবং দেশটির হুবেই প্রদেশের বাসিন্দা।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877