সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

পাকিস্তানে পঙ্গপাল দমনে হাঁস পাঠাচ্ছে চীন

পাকিস্তানে পঙ্গপাল দমনে হাঁস পাঠাচ্ছে চীন

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানে শস্যখাদক পঙ্গপালের আক্রমণ ঠেকাতে এক লাখ হাঁস মোতায়েন করবে চীন।  বিগত দুই দশকের মধ্যে পাকিস্তানে এবারই সবচেয়ে বেশিসংখ্যক পঙ্গপাল আক্রমণ করেছে।

চলতি সপ্তাহে চীন সরকারের দেওয়া এক বিবৃতির বরাতে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

পঙ্গপালের আক্রমণ ঠেকাতে চীন-পাকিস্তানের এই প্রকল্প নিয়ে কাজ করা এক কৃষি বিশেষজ্ঞ বলেন, ‘একটি হাঁস প্রতিদিন ২০০ পঙ্গপাল খেতে পারে। তাই এটি পূর্বের তুলনায় বেশি কার্যকর হবে।’

এই পদক্ষেপকে ‘জৈবিক অস্ত্র’ হিসেবে উল্লেখ করেছেন ঝিজিয়াং একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের সিনিয়র গবেষক লু লিঝি। তিনি বলেন, ‘একটি মুরগি একদিনে প্রায় ৭০টি পঙ্গপাল খেতে পারে। তবে একটি হাঁস সেই সংখ্যার চেয়ে তিনগুণ বেশি খেতে পারে।’

পঙ্গপালের আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফ্রিকার দেশ কেনিয়া ও ইথিওপিয়া। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পৃথিবীর প্রায় ২০ শতাংশ ভূমি পঙ্গপালের আক্রমণের শিকার হয়। বিশ্বের দরিদ্র্যতম ৬৫টিরও বেশি দেশে এর প্রকোপ দেখা যায় এবং বিশ্বের জনসংখ্যার ১০ ভাগের এক ভাগের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877