মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

বিশ্ব একাদশের হয়ে বাংলাদেশে আসছেন যারা

বিশ্ব একাদশের হয়ে বাংলাদেশে আসছেন যারা

স্বদেশ ডেস্ক:

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি বিশেষ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। কোচ হিসেবে থাকবেন টম মুডি।

খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

ইএসপিএন ক্রিকইনফো জানায়, বিশ্ব একাদশের স্কোয়াডে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে আছেন লুঙ্গি এনগিডি। ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন চার জন (ক্রিস গেইল, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড ও শেলডন কটরেল)। ইংল্যান্ড থেকে আছেন তিন জন (অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো ও আদিল রশিদ)।

নিউজিল্যান্ড থেকে আছেন দুজন। রস টেইলর ও মিচেল ম্যাকলেনাগান। অস্ট্রেলিয়া থেকে থাকছেন অ্যান্ড্রু টাই।

এদিকে বিশ্ব একাদশের বিপক্ষে খেলতে ভারতের রিশাব পান্ট, কুলদ্বীপ যাদব, শিখর ধাওয়ান এবং মোহাম্মদ শামি, আফগানিস্তান থেকে রাশিদ খান, মুজিব উর রহমান, নেপাল থেকে সন্দ্বীপ লামিচানে, শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা ও পেরেরার ঢাকায় আসার কথা রয়েছে। এ ছাড়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুলের মধ্যে একজন আসতে পারেন বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877