বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২

তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২

স্বদেশ ডেস্ক:

তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন নিহত এবং এক হাজারেরও বেশি লোক আহত হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের ভেতর জীবিতদের খোঁজে শনিবার উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতে ৬.৮ তীব্রতার এ ভূমিকম্প আঘাত হানার পর থেকে এর উৎপত্তিস্থল পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশের সিরিভিকে ৩০ ব্যক্তি নিখোঁজ রয়েছে।

এলাজিগের প্রাদেশিক রাজধানীর বাসিন্দা ৪৭ বছর বয়সী মেলাহাট কান এএফপিকে বলেন, ‘পরিস্থিতি ছিল ভয়াবহ। আসবাবপত্র আমাদের গায়ের ওপর এসে পড়ছিল। আমরা দৌড়ে বাইরে চলে যাই।’

প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ভয়াবহ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এরদোগান টুইটারে আরো বলেন, ‘আমরা জনগণের পাশে আছি।’

তুরস্কে সরকারের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সিরিভিকের স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আতঙ্কিত লোকজন দৌড়ে বাইরে বের হয়ে যাচ্ছে। কারণ, ভবনের ছাদে আগুন জ্বলছে। দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্পে কমপক্ষে ২০ ব্যক্তি নিহত ও এক হাজার ১৫ জন আহত হয়েছে। সূত্র : আলজাজিরা ও আনাদোলু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877