রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

ডিএসইতে প্রথম দেড় ঘণ্টায় ১৯২ কোটি টাকার শেয়ার লেনদেন

ডিএসইতে প্রথম দেড় ঘণ্টায় ১৯২ কোটি টাকার শেয়ার লেনদেন

স্বদেশ ডেস্ক:

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে প্রথম দেড় ঘণ্টায় ১৯২ কোটি টাকার শেয়ার লেনদেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

আজ বুধবার সকালে প্রথম দেড় ঘণ্টায় ১৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনের রেকর্ড অনুযায়ী, ৬৮ হাজার ৫৪৭টি লেনদেনের মাধ্যমে সাত কোটি ৮২ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ওই দিনে প্রথম দেড় ঘণ্টায় ৮৬ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

এ সময়ে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ৩৬৬টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের।

আজ প্রথম দেড় ঘণ্টায় ডিএসইএক্সের প্রধান সূচক ডিএসইএক্স ১০০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৫১১৭ দশমিক ৫১ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১১৩১ দশমিক ২২ পয়েন্টে এবং ডিএস৩০ স্পেশাল ব্লু চিপ সূচক ৩৯ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৮৯৮ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877