স্বদেশ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের সাথে দেখা করে ধানের শীষের প্রচারণা শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাবি ভিসির সাথে দেখা করতে যান ইশরাক হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন- ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক লুৎফর রহমান, সাবেক আহ্বায়ক অধ্যাপক আকতার হোসেন খান, অধ্যাপক ড. আবদুর রশিদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাবি ছাত্রদলের রাকিবুল ইসলাম, আমান উল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী প্রমুখ।
ঢাবি ভিসির সাথে মতবিনিময়কালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, ঢাবির সাথে আমার আত্মার সম্পর্ক আছে। আমার বাবা, মা, বোন এখান থেকে পড়েছেন। আমি দোয়া চাই। আমি একজন রাজনীতিবিদ। মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চাই। আমি ধানের শীষ মার্কায় নির্বাচন করছি। আপনারা যোগ্য মনে করলে ভোট দিয়ে জয়ী করবেন।
এসময় শুভেচ্ছা বিনিময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, শুভ কামনা রইলো। ইশরাক তরুণ ছেলে, প্রার্থী হয়েছে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলা অনুষদের শিক্ষক লাউঞ্জ, বাণিজ্য অনুষদসহ আশেপাশের এলাকায় ধানের শীষের প্রচারণা চালান ইশরাক হোসেন।