মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা! বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের বিষয়টি আদালতেই সুরাহার চেষ্টা করব, হাইকোর্টের নির্দেশনা নিয়ে শিক্ষামন্ত্রী গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
কুমিল্লায় নির্মিত হচ্ছে ১৮টি মডেল মসজিদ

কুমিল্লায় নির্মিত হচ্ছে ১৮টি মডেল মসজিদ

স্বদেশ ডেস্ক:

জেলায় প্রায় ২৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ১৮টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। দেশের প্রতিটি জেলা সদর ও উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রকল্পের আওতায় এগুলো নির্মাণ করা হবে।

ইসলামি ফাউন্ডেশন কুমিল্লার কার্যালয় সূত্রে জানা যায়, এগুলো স্থাপনে মোট ২৩৫ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকা ব্যয় হবে। ইতিমধ্যে এ লক্ষ্যে জেলা সদর ও উপজেলায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ২০১৮ সালে হাতে নেয়া এ প্রকল্পটি ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সূত্রটি আরও জানায়, ইতিমধ্যে জেলা সদর, দাউদকান্দি, চান্দিনা, নাঙ্গলকোট, বুড়িচং, আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্মাণ কাজ চলছে।

কুমিল্লা জেলা সদর ও উপজেলা সদরসমূহে মডেল মসজিদ স্থাপন প্রকল্পের বরাদ্দের মধ্যে কুমিল্লা জেলা সদরে ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা। আদর্শ সদর উপজেলায় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। সদর দক্ষিণে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। বরুড়ায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। ব্রাহ্মণপাড়ায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। বুড়িচংয়ে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। চান্দিনায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। চৌদ্দগ্রামে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। দাউদকান্দিতে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। দেবিদ্বারে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। হোমনায় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। লাকসামে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। মুরাদনগরে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। নাঙ্গলকোটে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। মেঘনায় ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। তিতাসে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। মনোহরগঞ্জে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা এবং লালমাইয়ে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা।

ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কার্যালয়ের সহকারি পরিচালক নাজমুস সাকিব জানান, জেলা সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভবন ৪ তলা এবং উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্র ভবন ৩ তলা বিশিষ্ট হবে। এতে ইসলামিক ফাউন্ডেশনের অফিস, লাইব্রেরি, বিশ্রাম কক্ষ এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877