শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

পেরুতে বাস গড়িয়ে ৬৫৬ ফুট খাদে, নিহত ২৫

পেরুতে বাস গড়িয়ে ৬৫৬ ফুট খাদে, নিহত ২৫

স্বদেশ ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে দুর্গম আন্দিজ পর্বতমালার একটি সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং আরও অর্ধশত লোক আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার বাসটি পাহাড়ি রাস্তায় উল্টে ৬৫৬ ফুট নিচের নদীতে পড়ে যায়। খবর রয়টার্স ও আনাদোলুর।

পেরুর উত্তরাঞ্চলে অবস্থিত কাজামার্কার দুর্গম পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তা ওলগা বোবাডিলা। তিনি বলেন, সোরোচুকো অঞ্চল থেকে কাজামার্কা শহরে যাওয়ার পথে বাসটি সেলেন্ডিন শহরের হাইওয়েতে উল্টে গিয়ে গড়িয়ে ৬৫৬ ফুট (২০০ মিটার) নিচে খাদে পড়ে যায়।

কাজামার্কার সেলেন্ডিন পৌর মেয়র জেইম হেরেরা বলেন, বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। আরোহীদের অনেকে নদীর স্রোতে ভেসে গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই পেরুর ফায়ার ব্রিগেডসহ জাতীয় উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে নামে। তারা দুর্ঘটনাস্থল ২৫ জনের লাশ ও অন্তত ৩৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

সেলেন্ডিনের মেয়র জেইম হেরেরা জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং কিছু মৃতদেহ সেন্দামাল নদীতে ভেসে গিয়ে থাকতে পারে। এত প্রাণহানির ঘটনায় সেলেন্ডিন শহরে ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করা হয়েছে।

পেরুর পাহাড়ি রাস্তাগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। গত বছর সেপ্টেম্বরে একটি দুর্ঘটনায় ২৫ জনের মতো লোক মারা যায়। এর আগে জানুয়ারিতেও একটি বাস পাহাড় থেকে গড়িয়ে খাদে পড়ে দুই ডজন লোক মারা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877