রবিবার, ১২ মে ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদককে না বলুন, মাদককে প্রশয় দিবেন না-ওসি কামরুজ্জামান

মাদককে না বলুন, মাদককে প্রশয় দিবেন না-ওসি কামরুজ্জামান

পিরোজপুর প্রতিবেক: মাদক শান্তি বয়ে আনে না,  মাদক ধ্বংস করে এক একটি পরিবার। মাদকের কড়াল গ্রাস হতে সকলকেই বাচতে হবে। আর এ কথাগুলো বলেন পিরোজপুর জেলার নেছারাবাদ থানার ওসি কামরুজ্জামান তালুকদার। গতকাল স্বরূপকাঠি  উপজেলার মধ্যে সোহাগদল ইউনিয়ন  পরিষদের আয়োজনে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা গুলো বলেন।  তিনি আর বলেন, বর্তমান সময়ে মাদক একটি কঠিন ভাইরাশে পরিনত হয়েছে। প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মানুষগুলো এগিয়ে আসলে প্রতিরোধ করা সম্বব। পাশাপাশি  মা বাবার সচেতন বোধের অভাবেও প্রতি নিয়ত ছেলে মেয়েরা মাদকের দিকে ঝুকছে। সমাজের কোমলমতি উদিয়ৃান ছেলে মেয়েরাও আবেগে মাদকের সাথে সক্ষতা তৈরী করছে।  প্রধান অতিথির পাশাপাশি সোহাগদল ইউনিয়নের সফল চেয়ারম্যান  আঃ রশিদও মাদকের বিরুদ্বে আইন শৃঙ্খলা সভায় জোরালো বক্তব্য তুলে ধরেন। চেয়ারম্যান  তার বক্তব্যে  আরও বলেন আমার  ইউনিয়নে মাদকের কোন স্থান নেই।আজকের সভায় আমরা সকলেই শপত করি আমরা মাককে কখনও প্রশয় দিবো না।
এদিকে বুধবার সোহাগদল ইউনিয়ন পরিষদের মিলনায়তন কক্ষে মাদক নিয়ন্ত্রনে  আইন শৃঙ্খলা সভার স্থানীয় সুধী সমাজের গণ্যমান্য সহ বহু লোকজন জোরালো বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি সোহাগদল ইউনিয়ন পরিষদের বর্তমানের  স্থানীয় পুরুষ ও মহিলা জনপ্রতিনিধিরাও স্ব স্ব এলাকায় কথা তুলে ধরেন জোরালো ভাষায় কঠিন যুক্তি দিয়ে। সাহসী উচ্চারণ ও সময় উপযোগী কথা বলেন  মহিউদ্দিন মেম্বর সহ মোসাঃ রিনা মেম্বর। সর্বশেষ আইন শৃঙ্খলা সভায় বিভিন্ন প্রশ্নের জবাবও দেন প্রশাসন। চমৎকার ভাবে পরিপাটি  পরিবেশে  ইউনিয়নের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে আইন শৃঙ্খলা সভায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877