স্বদেশ ডেস্ক:
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার বেলা ১১টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে দুই মেয়র প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা দেয়া হয়।
ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের বিএনপি-সমর্থিত মেয়র প্রকৌশলী ইশরাক হোসেন এবং ঢাকা উওর সিটি করপোরেশনে তাবিথ আউয়ালকে সমর্থনের দেয়ার ঘোষণা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
পরে ঢাকা সিটি করপোরেশন উত্তরের বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের পূর্ণ সমর্থন দিয়েছে। এর আগে ড. কামাল হোসেন দুই মেয়র প্রার্থীকে হাত ধরে দোয়া করে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী, সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, এডভোকেট মহসীন রশীদ, মোস্তাক আহমেদ গনফোরাম, জিএসডি সিরাজ, শফিউদ্দিন স্বপন, শহীদ উল্লা কায়সার, মমিনুল হক ডাঃ জাহিদ, শাহ আহমেদ বাদল, দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।