সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

স্বদেশ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম জাহিদুল ইসলাম সানি (২৮)। তিনি জেলার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

মামলার এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর গ্রামের চিহ্নিত মাদক সেবনকারী জীবন মিয়ার সাথে ঘনিষ্ঠ চলা-ফেরা ছিল পৌর এলাকার ভোলাচং গ্রামের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল ইসলাম সানির। সম্প্রতি সানির নিকট থেকে এক হাজার টাকা ধার নেয় জীবন মিয়া। সেই টাকা বারবার চেয়েও পাচ্ছিলেন না সানি। বুধবার সন্ধ্যায় সানি তার কয়েকজন বন্ধু নিয়ে শ্রীরামপুর গ্রামে জীবনের বাড়িতে গিয়ে পাওনা টাকা দিতে বলেন। এসময় দু-জনের মাঝে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে হাতাহাতির কথা জানতে পেরে সানির এলাকা থেকে আরো ২০ থেকে ২৫ জনের একটি দল এলে দুইপক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে সানি গুরুতর আহত হয়। পরে আহত সানিকে উদ্ধার করে নবীনগর সরকারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় মিজান ও রুবেল নামে আরো দুইজন আহত হয়েছে।

এদিকে অপর একটি সূত্র জানায়, জীবন মিয়াকে ইয়াবা দেয়ার কথা বলে ১ হাজার টাকা নিয়েছিল সানি। সেই টাকা ফেরৎ চাওয়ার কারণে উল্টো জীবন মিয়ার বাড়িতে লোকজন নিয়ে এসে হামলা করে সানি।

পুলিশ নিহত সানির লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় সানির বাবা বাদি হয়ে জীবন মিয়াকে প্রধান আসামী করে চারজনের বিরুদ্ধে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রবিন নামে এক যুবককে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে। এই ঘটনার পর থেকে জীবন মিয়ার পরিবারের লোকজন বাড়িঘর তালা দিয়ে পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877