স্বদেশ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ওপারের ভারতীয় গোয়ালপুকুর থানার তীলগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যর গুলিতে বাংলাদেশী সাজু (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
বিজিবি ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তী আন্ধারকুঠি গ্রামের মরহুম সামশুল হকের ছেলে সাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী মিলে গতকাল বৃহস্পতিবার ভোররাতে নাগরভিটা সীমান্তের ৩৭৬/১ সাব পিলারের কাছে গরু কিনতে যান। এসময় ভারতীয় তীলগাঁও ক্যাম্পের বিএসএফ জওয়ানরা বাংলাদেশী ব্যবসায়ীদের লক্ষ করে এলোপাতাড়িভাবে কয়েক রাউন্ট গুলি ছুড়তে থাকে। এতে সাজু পিঠে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার লাশ ঘটনাস্থলে পড়ে থাকে।
বাকিরা কোনো রকমে এপাড়ে পালিয়ে আসতে সক্ষম হয়। এলাকাবাসী বিকাল ৪টায় সাজুর পরিত্যক্ত লাশ দেখতে পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, এলাকাবাসীদের তথ্য মতে, পারিবারিকভাবে নিহতের ঘটনাটি নিশ্চিত হওয়ার পর নাগর নদী থেকে সাজুর লাশের সন্ধান পাওয়ার পর বিজিবি ও পুলিশের উপস্থিতি লাশ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যায়।
এবিষয়ে নাগরভিটা কোম্পানি কমাডার সুবেদার আব্দুস সালাম জানান, নিহতের লাশ থানা পুলিশ নিয়ে গেছে।
এদিকে, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সাইফুল ইসলাম জানান, নাগরভিটা সীমান্তে এলাকার নাগর নদী থেকে সাজুর লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর মর্গে পাঠানো হয়। নিহতের পিঠে গুলির দাগ রয়েছে।