মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

ইরানে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ার হুমকি ইসরাইলের

ইরানে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ার হুমকি ইসরাইলের

স্বদেশ ডেস্ক: ইরানে শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারার হুমকি দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কাৎজ। তিনি বলেছেন, তেহরান রেড লাইন অতিক্রম করলে আমেরিকা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে ইরানের ওপর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারা হবে।

ইতালির সংবাদপত্র ‘কুরিয়ার ডেলা সেরা’কে শনিবার এক সাক্ষাৎকারে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এই হুমকি দেন।

ইসরায়েল কাৎজ বলেন, ইরানের ওপর বোমা বর্ষণের বিষয়টিও ইসরাইলের বিবেচনায় রয়েছে।

ইসরাইলের এ মন্ত্রী আরো বলেন, ইরান যদি রেড লাইন অতিক্রম করে তাহলে তারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আমেরিকার ঐক্যবদ্ধ ফ্রন্টকে মোকাবেলা করতে বাধ্য হবে যে ফ্রন্ট ইরানের উপরে শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে।

ইজরায়েল কাৎজ বলেন, আমরা ইরানকে পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তোলার সুযোগ দেব না। ইরান যদি তা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বশেষ উপায় হিসেবে আমরা সামরিক ব্যবস্থাকে বেছে নেব।

এছাড়া তিনি বলেছেন, ইরানকে তার সমস্ত কার্যক্রমের পরিণতি সম্পর্কে সচেতন হওয়া উচিত। ইরান পারমাণবিক চুক্তি লঙ্ঘন করছে বলে উল্লেখ করেন ইসরাইলের এই মন্ত্রী। সূত্র: পার্স টুডে, ইসরায়েল ন্যাশনাল নিউজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877