রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
ফেসবুকের কল্যাণে মা-বাবাকে ফিরে পেল আরমান

ফেসবুকের কল্যাণে মা-বাবাকে ফিরে পেল আরমান

স্বদেশ ডেস্ক: পরিবার থেকে হারিয়ে গিয়ে পুলিশ, গণমাধ্যম কর্মী ও ফেসবুক ব্যবহারকারীদের তৎপরতায় পুণরায় বাবা-মায়ের কোলে ফিরে যেতে পেরেছে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু। ঘটনার সূত্রপাত কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আর সমাপ্তি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলায়।

জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ সংলগ্ন ছোট কুষ্টারী গ্রামের খয়রল ব্যাপারীর নাতি আরমান আলী (১০) গত ৩০ অক্টোবর বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিলমারী থানায় একটি জিডি করা হয়।

নিখোঁজ হওয়ার প্রায় ১ মাস পর গত ৬ ডিসেম্বর শুক্রবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার মফিজুল ইসলাম মজনু ও তানজিল মিঠুন নামের দুই ব্যক্তি বুদ্ধি প্রতিবন্ধী একটি ছেলেকে থানা পুলিশের হেফাজতে দিয়ে যায়। প্রাথমিক ভাবে জানা যায়, উদ্ধারকৃত বুদ্ধি প্রতিবন্ধী সেই ছেলেটির নাম আকাশ। ৪-৫দিন ধরে সে ভূরুঙ্গামারীর বিভিন্ন স্থানে খেয়ে না খেয়ে উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিল।

ভূরুঙ্গামারী উপজেলার কয়েকজন ব্যবসায়ী জানান, তারা ছেলেটিকে ২-৩ দিন আগে দেখেছেন। ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির ছেলেটিকে দ্রুত তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জন্য গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবহিত করেন। এছাড়া ভূরুঙ্গামারী থানা পুলিশের ফেসবুক পেজ, গণমাধ্যমকর্মীদের ফেসবুক পেজ ও সচেতন ফেসবুক ব্যবহারকারীদের ফেসবুক পেজে ঘটনাটি পোস্ট ও শেয়ার হতে থাকে উদ্ধার হওয়া ছেলেটির ছবি সহ। ফেসবুক পোস্টের সূত্র ধরে খবর আসে উদ্ধার হওয়া আকাশই চিলমারীর হারিয়ে যাওয়া আরমান আলী।
জানা গেছে, আরমানের বাবা ছায়েদুল ও মা মর্জিনা (ফেলানী) দুজনেই প্রতিবন্ধী।

শনিবার বিকেলে আরমানকে তার নিকটাত্মীয় আবু আজাদ রানা’র সাথে চিলমারীতে পরিবারের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877