স্বদেশ ডেস্ক: দীর্ঘ ৯ বছর ধরে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ‘অপরাজিত’ বার্সেলোনা। এর অন্যতম কারণ বার্সার আছে লিওনেল মেসির মতো ফুটবলার। প্রায় প্রতিটি ম্যাচেই ব্যবধান গড়ে দেন তিনি। রোববার আরো একবার অ্যাটলেটিকোর হৃদয় ভাঙলেন মেসি। ম্যাচের ৮৬ মিনিটে তার একমাত্র গোলে ওয়ান্দা মেট্রোপলিটানোতে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান পুনরুদ্ধার করলো কোচ আর্নেস্তো ভালভার্দের দল। ১৪ ম্যাচে বার্সার সংগ্রহ ৩১ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রিয়াল দ্বিতীয় স্থানে। আর ২৫ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে ছয়ে। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বার্সাকে বাঁচান গোলরক্ষক মার্ক আন্দ্রে টার-স্টেগান। দুর্দান্ত দুটি সেভ করেন তিনি। বার্সেলোনা ডেডলক ভাঙে ৮৬তম মিনিটে। প্রায় একক প্রচেষ্টায় গোল করেন মেসি। সব প্রতিযোগিতায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এটি মেসির ক্যারিয়ারের ৩০তম গোল। কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে যা দ্বিতীয় সর্বাধিক। মেসি সবচেয়ে বেশি ৩৭ গোল করেছেন সেভিয়ার বিপক্ষে। চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকার করেছেন ১০ গোল। ৯ গোল নিয়ে তার পেছনেই মেসি।