শনিবার, ২৫ মে ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

এসএ গেমসে দুই পদক পেল বাংলাদেশ

এসএ গেমসে দুই পদক পেল বাংলাদেশ

স্বদেশ ডেস্ক: ১৩তম এসএ গেমসে সোমবার প্রথম প্রহরে দুটি পদক পেল বাংলাদেশ। নেপালের কাঠমান্ডু-পোখারায় এসএম গেমসের এবারের আয়োজনে বাংলাদেশ প্রথম পদক পেয়েছে হুমায়রা আক্তার অন্তরার হাত ধরে। মেয়েদের কারাতে কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতিছেন এই তরুণী।

কাঠমান্ডু থেকে আমাদের ক্রীড়া প্রতিবেদক জসিম উদ্দিন রানা জানিয়েছে, সোমবার সকালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হুমায়রা আক্তার অন্তরা ব্রোঞ্জ পদক লাভ করেন। এর কিছুক্ষণ পরেই ছেলেদের ইন্ডিভিজ্যুয়াল কাতায় ব্রোঞ্জ জিতেছেন হাসান খান সান। শেষ মুহূর্তে পা স্লিপ না করলে উভয়েরই স্বর্ণ জেতার সম্ভাবনা ছিল। মেয়েদের কাতায় সোনা জিতেন পাকিস্তানের শাইদা। স্বাগতিক নেপাল জিতেছে রূপা।

রানা আরো জানিয়েছেন, অন্তরার এটি আন্তর্জাতিক প্রথম পদক। সান ২০১০ এস এ গেমসে স্বর্ণপদক বিজয়ী।

উল্লেখ্য ২০১৬ সালের এস এ গেমসে কারাতে ইভেন্ট ছিল না ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877