অপর শ্রমিক জাকির ও তারিকুল বলেন, ‘আমাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া আমাদের হাজিরা বোনাসসহ বিভিন্ন ভাতা নিয়মিত প্রদান করা হয় না। আমরা অনেক চেষ্টা করেও কোনো প্রতিকার করতে পারি নাই। আমাদের দাবি আদায় করতেই আন্দোলনে নেমেছি।’
এদিকে ঘটনাস্থালে কারখানা কর্তৃপক্ষের কাউকে দেখা না গেলেও শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার জানান, ওই কারখানার শ্রমিকরা সকাল থেকে মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে রেখেছে। সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি। সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি।
উল্লেখ্য, সকাল ১০টা ৪০মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।