সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন

মধুখালীতে মৌমাছির কামড়ে নিহত ১, আহত ১৬

মধুখালীতে মৌমাছির কামড়ে নিহত ১, আহত ১৬

স্বদেশ ডেস্ক:

ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন, আহত এবং উপজেলা সদর হাসপাতাল সুত্রে জানা গেছে শনিবার সন্ধায় পৌর সদরের পশ্চিম গাড়াখোলা বৈশাখী মেলা মাঠ এলাকায় বেলগাছের মৌমাছির চাকে বাঁচপাখি অথবা অন্য কোন পাখি হামলা করলে চাকের মৌমাছি বিরক্ত হয়ে রাস্তায় চলাচল কারীদের উপর ঝাপিয়ে পরলে মৌমাছির কামড়ে ১৭ জন গুরুতর আহত হন। সবাইকে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত ব্যক্তি পশ্চিম গাড়াখোলা গ্রামের পরিমল সাহার ছেলে সুশান্ত কুমার সাহা (৩৮)।

গুরুতর আহতরা হলেন- একই এলাকার দেবেশ চন্দ্র দাশের ছেলে শান্ত দাস (২৫) এবং নান্নুর ছেলে মহসিন (১৭)। তাদের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকী ১৪ জান সদর হাসপাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিড়ে গেছেন।

মৌমাছির কামড়ে আহত রাম কমল সাহা জানান, আমি রাস্তা দিয়ে হেটেঁ যাচ্ছিলাম তখন হঠাৎ করে কিছু মৌমাছি উড়ে এসে অঅমাকে কামরাতে থাকে আমি দ্রত বাচাঁর জন্য সেখান থেকে দৌড়ে পালায়। এরপর মধুখারী হাসপাতালে প্রথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে চিকিৎসা নিতে যাচ্ছি।

এ বিষয়য়ে উপজেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ কবির সরদার বলেন, মৌমাছির কামড়ে আহতদের হাসপাতালে নিয়ে আসলে আমরা সাথে সাথে তাদের চিকিৎসা সেবা দেই । একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আশংকাজন দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিড়ে গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877