স্বদেশ ডেস্ক:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো: রেজাউল হক।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টের চলমান অবকাশে প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা-সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভকেশান জজ হিসেবে বিচারপতি মো: রেজাউল হককে মনোনীত করেছেন।
আরো বলা হয়েছে, বিচারপতি মো: রেজাউল হক ১৯, ২২, ২৪, ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর বেলা ১১টায় শারিরীক উপস্থিতিতে চেম্বার কোর্টে মামলা-সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
সূত্র : বাসস