শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

স্বদেশ ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে তাদের পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো: আক্তার হোসেন ইউএনবিকে এ তথ্য জানান।

তিনি জানান, মতিউর ও তার স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে দুটি এবং বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করেছে দুদক।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877