শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করলেন খিজির হায়াত খান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করলেন খিজির হায়াত খান

স্বদেশ ডেস্ক:

সেপ্টেম্বরের মধ্যভাগে ১৫ জন সদস্য নিয়ে পুনর্গঠিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। পরে এটিকে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নামরকরণ করা হয়। এ বোর্ডের সদস্য ছিলেন চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান। তবে নভেম্বরে এসেই সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করেছেন তিনি।যা গতকাল মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন এ নির্মাতা।

তবে ওই পোস্টে পদত্যাগের কারণ উল্লেখ করেননি খিজির হায়াত খান।তাই তার কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণেই মূলত পদত্যাগ করেছি। আমার বাবা অসুস্থ। তার জন্য ঢাকা-কুমিল্লা আমাকে দৌড়াতে হয়। যে কারণে সার্টিফিকেশন বোর্ডে পুরোপুরি সময় দিতে পারছিলাম না।’

তিনি আরও বলেন, ‘সরকারি দায়িত্বে থাকলে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, সেগুলো মেনে চলাও আমার দ্বারা সম্ভব নয়। সব মিলিয়ে ভেবেছি যে পদত্যাগ করি।’

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে রয়েছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও চলচ্চিত্র গবেষক ড. জাকির হোসেন রাজু, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, লেখক ও সংগঠক জাহিদ হোসেন, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির ও চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ প্রমুখ। এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া সদস্যসচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877