শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬৬ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডেঙ্গুতে নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। দুজনের বাড়ি চট্টগ্রাম বিভাগে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সবচেয়ে বেশি ১৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৯৭ জন ছাড়াও ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, গত একদিনে চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন ছাড়াও রাজশাহী বিভাগে নয়জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৯২২ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877