শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাকার সড়কে ‘খাচাবন্দি শেখ হাসিনা’

ঢাকার সড়কে ‘খাচাবন্দি শেখ হাসিনা’

স্বদেশ ডেস্ক:

গণঅভ্যুত্থান পরবর্তী এক অনন্য পরিস্থিতিতে ঐতিহাসিক ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। রাজধানীসহ সারাদেশের নেতাকর্মীরা নানা ব্যানার-ফ্যাস্টুন ও আয়োজনে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত শোভাযাত্রায় অংশ নিয়েছে। আর সেখানে ‘দেখা মিলেছে’ সদ্য ক্ষমতা হারিয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে মুক্ত নয়, ‘খাঁচায় বন্দি’ অবস্থায়। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় এ চিত্র দেখা যায়।

নয়াপল্টনে শোভাযাত্রার প্রস্তুতিকালে বিএনপির একটি অঙ্গ সংগঠনের মিছিলে নজর কাড়ে একটি খাঁচা, যার মধ্যে একজন শাড়ি পরিহিত নারী চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। তার চেহারার অবয়ব ও মেকআপ অনেকটাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মতো। তবে ওই নারীর মাথায় সিং ও মুখে রাক্ষসের দাত যুক্ত করা হয়েছে।

এদিকে, খাঁচার গায়ে একাধিক প্ল্যাকার্ড লাগিয়ে ভেতরে থাকা নারীর পরিচয় তুলে ধরা হয়েছে। যাতে লেখা— ‘বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম রাক্ষুসী’, ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, ‘আমি নিরপরাধ ও নির্দোষ মানুষ গুম করি’, ‘আমি ভারতের সাথে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করি’, ‘আমি নিরপরাধ ছাত্র খুনি’ ইত্যাদি।

এই বিশেষ প্রদর্শনী আয়োজন করা নেতাকর্মীরা বলেন, ‘তারা পলাতক স্বৈরাচারের অপকর্ম ও তার কেমন পরিণতি হওয়া উচিত তা এই খাঁচার মাধ্যমে তুলে ধরেছেন। সরাসরি পরিচয় না লিখে আমরা তারা অপরাধগুলোর মাধ্যমে পরিচয় তুলে ধরেছি।’

এদিকে, বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, শোভাযাত্রা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।

নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখে শোভাযাত্রা উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া অ্যাভিনিউতে শোভাযাত্রা শেষে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877