বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

প্রতি শহীদ পরিবার পাবে ৫ লাখ টাকা, সপ্তাহে দেয়া হবে ২০০ পরিবারকে

প্রতি শহীদ পরিবার পাবে ৫ লাখ টাকা, সপ্তাহে দেয়া হবে ২০০ পরিবারকে

স্বদেশ ডেস্ক:

জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্র-জনতার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া শুরু করছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। শনিবার (২ নভেম্বর) থেকে প্রতি সপ্তাহে ২০০ পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছানো হবে। প্রতিটি শহীদ পরিবারকে দেয়া হবে ৫ লাখ টাকা করে।

শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে ‘জুলই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম।

তিনি বলেন, আগামীকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন মিলনায়তনে ঢাকা বিভাগের শহীদদের পরিবারের কাছে প্রথম এই অর্থ তুলে দেয়া হবে। ঢাকার সব শহীদ পরিবার কাল আসবে না। কাল যাদের অর্থ সহায়তা দেয়া হবে, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা পৌঁছে দেয়া হবে। আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই সকল পরিবারের কাছে সহায়তা পৌঁছে যাবে।

সারজিস আলম বলেন, আমরা আগামীকাল ২০০ পরিবারের মাঝে সহায়তা দেব। সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ভাগে টাকা দেয়া হবে। প্রতি ভাগে ৫০ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। যেন কেউ এসে বিকেল পর্যন্ত বসে থাকতে না হয়। এজন্য ২০ জনের একটি দল প্রস্তুত রয়েছে।

‘আমরা প্রথম ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি। ঢাকায় শহীদের সংখ্যা ২০০’র বেশি। তাদের দেয়ার পর আট বিভাগে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হবে। প্রতিটি শহীদ পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেয়া হবে,’ বলেন তিনি।

আহতদের সহায়তার ব্যাপারে তিনি বলেন, ‘আহতদের এক লাখ করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। তাদের সহায়তা বিকাশের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। পরিমাণ বেশি হলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেয়া হচ্ছে। তবে কারো জরুরি সহযোগিতা প্রয়োজন হলে হেল্পলাইন ১৬০০০-এ যোগাযোগ করলে তিন দিনের মধ্যে সহযোগিতা পৌঁছে দেয়া হবে।’

এই সহায়তার পর পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এরপর আমাদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে। যারা আর কখনো কর্মক্ষেত্রে ফিরতে পারবেন না, তাদের দীর্ঘ সময়জুড়ে কোনো সম্মানী দেয়া যায় কি না, এটিও বিবেচনা করা হচ্ছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877