বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তাদের আস্ফালনে আমরা ভীত নই : জি এম কাদের

তাদের আস্ফালনে আমরা ভীত নই : জি এম কাদের

স্বদেশ ডেস্ক:

বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার আগুন দেয়া ও ভাংচুরের ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘যারা জীবনে সংসদে যায়নি, তাদের আস্ফালনে আমরা ভীত নই। জনগণের মনে আমাদের যে জায়গা আছে তা কেউ ধ্বংস করতে পারবে না।’

এ সময় ওই ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার দুপুরে কাকরাইলে গণসমাবেশ করার ঘোষণাও দেন তিনি।

শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান জি এম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমাদের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় প্রধান উপদেষ্টা মৌনসম্মতি দিয়েছেন বলে আমরা মনে করি। আমরা পুলিশ ও সেনাবাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু যে অবস্থা দেখলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আস্থা রাখতে পারছি না।’

‘সব ক্ষেত্রে আওয়ামী লীগের দুঃশাসন চলছে’ মন্তব্য করে জি এম কাদের বলেন, ‘যারা জীবনে সংসদে যায়নি, তাদের আস্ফালনে আমরা ভীত নই। জনগণের মনে আমাদের যে জায়গা আছে তা কেউ ধ্বংস করতে পারবে না।’

আন্দোলনের ফসল ‘সত্যিকারভাবে পাওয়া যাচ্ছে না’ মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা আওয়ামী লীগের মতো বিভাজনের প্রতিফলন দেখতে পাচ্ছি। নিরপরাধ হাজার হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। প্রধান উপদেষ্টাকে বলব, ‘আপনি সবাইকে সমান চোখে দেখেন। যাদের নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে, তাদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে।’

দলীয়করণ মুক্ত করতে গিয়ে কি পুনরায় দলীয়করণ হচ্ছে না- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘দেশের স্থিতিশীলতার প্রয়োজন আছে। আইনশৃঙ্খলা, চাকরি, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নেই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877