স্বদেশ ডেস্ক:
রাজধানীর পল্টন থানার দুটি এবং খিলগাঁও থানার চার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
আর কোনো মামলা না থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্তি পান সাবের হোসেন চৌধুরী।
এর আগে গত রবিবার রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল একটি মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।