মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দরদ’

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দরদ’

স্বদেশ ডেস্ক:

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি। সেখান থেকে এসেছে গ্রিন সিগন্যালও। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা অনন্য মামুন।

তিনি জানান, গতকাল রবিবার সন্ধ্যায় ‘দরদ’ প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেন, ‘“দরদ” পাশ। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, আমার কাছে ভালো লেগেছে। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’

সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বলেন, ‘দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক করতে বলা হয়েছে। এছাড়া সমস্যা নেই। “দরদ” আমরা ছেড়ে দিয়েছি। এটি বাণিজ্যিক ছবি, শাকিব খান খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ও তার টিম কষ্ট করে ছবি বানিয়েছেন।’

সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। নভেম্বর বা ডিসেম্বরে এটি প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা অনন্য মামুন।

তার কথায়, ‘সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো।’

‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়াসহ অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877