শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

আন্দোলনে কারো একক কৃতিত্ব নেয়ার সুযোগ নেই : ছাত্র শিবিরের ঢাবি সাধারণ সম্পাদক

আন্দোলনে কারো একক কৃতিত্ব নেয়ার সুযোগ নেই : ছাত্র শিবিরের ঢাবি সাধারণ সম্পাদক

স্বদেশ ডেস্ক:

কোটা সংস্কার ও সরকারবিরোধী আন্দোলনে কারো ‘ক্রেডিট নেয়াটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায় না’ বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে হাজির হলেন তিনি।

ফরহাদ বলেন, আন্দোলনে ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখানে কারো একক কৃতিত্ব নেয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, হত্যার ভয়ে শিবির নেতাকর্মীদের পরিচয় গোপন রাখতে হয়েছিল।

ছাত্র শিবিরের নেতাদের গুম, ক্রসফায়ার, মিথ্যা মামলা ও রিমান্ডের বিষয়ে প্রশ্ন না তুলে কেন পরিচয় প্রকাশে করেনি এই প্রশ্ন করা মজলুমের ওপর আবারো নতুন করে জুলুম বলে মন্তব্য করেন এস এম ফরহাদ।

ছাত্র শিবিরের নামে রগকাটার কোনো ‘ডকুমেন্ট’ পাওয়া যাবে না। বরং ইন্টারনেটে খুঁজলে ছাত্রলীগের নাম আসবে বলেও দাবি করেন তিনি। সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877