স্বদেশ ডেস্ক:
আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইন তো হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। তাকে (অপরাধীকে) আইনের হাতে তুলে দিতে হবে। এক্ষেত্রে আপনাদেরও (সাংবাদিকদের) আমাদের সঙ্গে একটু কাজ করতে হবে, জনসচেতনা বাড়াতে হবে। যেন ইনোসেন্ট (নিরপরাধ) লোক কোনো অবস্থায় হেনস্থার শিকার না হয়।’
সম্প্রতি যেসব মামলা হচ্ছে তাতে ঢালাওভাবে আসামি করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখন ৩০০ থেকে ৪০০ জনকে ঢালাও আসামি করে মামলা হচ্ছে। আপনাদের (মামলার বাদীদের) কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন। অন্য কারও নাম দিয়েন না, অন্য কারও নাম দিলে এটা তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে, অন্যদিকে নিরীহ লোকও যেন হেনস্থার শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
ডিএমপিতে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মন উজ্জীবিত করে তাদের পুরোনো গৌরব ফিরে পেতে হবে। শুধু কাগজে কলমে নয়, পুলিশকে বাস্তবে জনবান্ধব হতে হবে। থানায় গিয়ে লোকজন যেন সেবা পায়, সে বিষয়ে পুলিশকে তৎপর থাকতে হবে।
মতবিনিময় সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।