স্বদেশ ডেস্ক:
পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় “বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পিএ” (BACF) কতৃক আয়োজিত “দ্বিতীয় BACF এওয়ার্ড, কলেজ গ্র্যাজুয়েশন এবং পেনসিলভানিয়ার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আপার ডার্বির স্থানীয় ঢাকা ক্লাবে বিকেল ৬টায় পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত শিল্পীদের নিয়ে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের উদ্বোধনের পর, প্রথম BACF অনুষ্ঠানে সহযোগিতার জন্য সাবেক আহ্বায়ক জে সুমন সবাইকে ধন্যবাদ জানান। দ্বিতীয় BACF গ্র্যাজুয়েশন ও এওয়ার্ড অনুষ্ঠানের আহ্বায়ক আশিকুর রহমান ও মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল অতিথিদের শুভেচ্ছা জানান। ফোরামের মুখপাত্র সুলেমান ইবনে মজিব ফোরামের সার্বিক কার্যক্রম তুলে ধরেন, এবং ফোরামের সচিব মোঃ আশরাফুল ইসলাম (আরিফ) কার্যবিবরণী উপস্থাপন করেন। অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে কলেজ গ্র্যাজুয়েট ছাত্রছাত্রী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষ অবদানের জন্য অন্যান্য সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়ন পরিবেশিত হয়। মূল অনুষ্ঠানের শুরুতে, নওসিন হাওলাদার অহনা তার কলেজ জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। ইফতেখার রহমান শিক্ষাজীবন এবং কর্মক্ষেত্রে চলার পথে অন্যান্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন, এবং মেহজাবিন জায়গীরদার তার গ্র্যাজুয়েশন পরবর্তী জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। এরপর বিএডিবির সভাপতি, শিক্ষাবিদ ও সংগঠক ফারজানা আফরোজ পাপিয়া অভিভাবকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রশ্নোত্তর ও পরামর্শ পর্বে প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদের সঞ্চালনায় অংশ নেন প্রফেসর ইঞ্জিনিয়ার ফারুক সিদ্দিকী ও ড. ইবরুল চৌধুরী। ফোরামের ম্যাগাজিন “অনুপ্রেরণা”-এর মোড়ক উন্মোচন করেন কাউন্সিল এ্যাট লার্জ, সিটি অব ফিলাডেলফিয়ার ড. নিনা আহমেদ। অনুষ্ঠানে ২২ জন কলেজ গ্র্যাজুয়েটকে সম্মাননা পদক প্রদান করা হয়, এবং ৯ জন বিশিষ্ট ব্যক্তিকে তাদের স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। সম্মানিতদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা জনাব আবু তাহের (বীর প্রতীক), ড. নিনা আহমেদ, ড. ফাতেমা আহমেদ, সুস্মিতা গুহ রায়, সাদেক কাপ্তান মিয়া, শেখ সিদ্দিক, মাহবুবুল তৈয়ব, আবুল ফজল, এবং আকবর হোসেন। অনুষ্ঠানের ফাঁকে সংগীত পরিবেশনার মাধ্যমে অতিথিদের মনোযোগ আকর্ষণ করে রাখা হয়। বিশিষ্ট শিল্পী বিজয়া সেন গুপ্তা ও মোহনা বোস সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের মুখপাত্র ও কমিউনিটির নেতৃবৃন্দকে মঞ্চে এনে সম্মান প্রদর্শন করা হয় এবং মূলধারার রাজনীতিবিদ, ফোরামের শীর্ষ কনট্রিবিউটর, ও অনুষ্ঠানের আর্থিক সহযোগিতাকারীদের সম্মাননা প্রদান করা হয়। মূলধারার রাজনীতিবিদদের মধ্যে সম্মাননা গ্রহণ করেন ইডি ব্রাউন (মেয়র, আপার ডার্বি টাউনশিপ), শরিফ স্ট্রিট (স্টেট সিনেটর, পিএ), নিকিল সাভল (স্টেট সিনেটর, পিএ), তারিখ খান (স্টেট রিপ্রেজেন্টেটিভ, পিএ), এবং ওমর সাব্বির (চেয়ারম্যান, ফিলাডেলফিয়া সিটি কমিশন)। সঞ্চালকরা সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ পরিবেশন করা হয়। জলি দাশ, মোহনা বোস, এবং সালমান খন্দকার সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বের সঞ্চালনা করেন কামরুল হাসান, আব্দুল হাফিজ চৌধুরী, এবং জহুরা খাতুন কলি, এবং সাংস্কৃতিক পর্বের সঞ্চালনা করেন মাহমুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল ও আব্দুল হাফিজ চৌধুরী। অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ খোরশানসহ আরও অনেকে। পরিশেষে ফোরাম কর্তৃপক্ষ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।