বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

শুরুতেই ধাক্কা

স্বদেশ ডেস্ক:

খুব অল্প বয়সেই বলিউডে পা রাখেন সারা আলি খান। কাজ দিয়ে জয় করেন অগণিত দর্শকের মনও। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও অনেকবার খবরের শিরোনামে উঠে এসেছেন। অনেকেরই অজানা যে, ক্যারিয়ারের শুরুর দিকেই বড় ধাক্কা খেয়েছিলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে সারাকে বলিউডের একজন বিখ্যাত পরিচালক আদালত পর্যন্ত টেনে নিয়ে যান। এমনকি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। সে সময় অভিনেত্রী এতটাই মানসিক সমস্যায় পড়েছিলেন যে, বাবা সাইফ আলি খান এবং করণ জোহরকে সাহায্যের জন্য হস্তক্ষেপ করতে হয়েছিল। মূলত ‘কেদারনাথ’ ছবির সময় সারা আলি খান রোহিত শেঠির পুলিশ ফ্র্যাঞ্চাইজি ছবি ‘সিম্বা’-তে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তখন তিনি একইসঙ্গে দু’টি ছবির শুটিংও করছিলেন। যে কারণে ছবির শুটিংয়ের তারিখ নিয়ে সমস্যায় পড়তে হয় তাকে।
‘কেদারনাথ’-এ শুটিংয়ের প্রভাব পড়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877