শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

এমপিওভুক্ত হলো আরো ২,৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান

এমপিওভুক্ত হলো আরো ২,৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান

স্বদেশ ডেস্ক:

সারা দেশের আরো দুই হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেন।

এ এমপিওভুক্তি ভূতাপেক্ষভাবে চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো: সোহরাব হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

এর আগে, ২০১০ সালে মোট এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।

– ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877