শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল!

কমপ্লিট শাটডাউনেও চলবে মেট্রোরেল!

স্বদেশ ডেস্ক:

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। মেট্রোরেলের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও সড়ক, রেল ও নৌপথসহ সব ধরনের যোগাযোগ পথ বন্ধ রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার বিকেলে ফেসবুক পোস্টে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

এতে বলা হয়, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।’

এই ঘোষণায় জানানো হয়েছে, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়িও চলবে না।

শাটডাউনে মেট্রোরেল চলবে কিনা জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘আমাদের সিদ্ধান্ত, চলবে। বাকিটা সময় বলে দেবে।’

বৃহস্পতিবার যদি কোনো সমস্যা হয় তবে বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বাভাবিক নিয়মেই ট্রেন চলাচল করবে বলে আমরা আশা করছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877