শনিবার, ২২ Jun ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

শাকিবের জন্য কলকাতা থেকে ছুটে এলেন মিমি

শাকিবের জন্য কলকাতা থেকে ছুটে এলেন মিমি

স্বদেশ ডেস্ক:

বছর তিনেক আগে নিরবের বিপরীতে ‘তুই আর আমি’ নামের একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী। এবার এই নায়িকার অভিষেক ঘটতে যাচ্ছে ঢাকাই সিনেমায়। আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় দেখা মিলবে তার।

এর মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনের অয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। ছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব। আর এতে যোগ দিতে কলকাতা থেকে উড়ে এলেন মিমি চক্রবর্তী।

সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘আমার ২৫ বছরের সিনেমা জীবনে বিনোদন সাংবাদিকরা আমার সঙ্গে ছিলেন, আছেন ও থাকবেন। তাদের নিয়েই এই সিনেমার যাত্রা শুরু হয়েছিল আর তাদের সঙ্গেই এগিয়ে যাব। “তুফান” নতুন দিনের সিনেমা, এই সিনেমা মানুষের ভালোবাসা পাবে এইটুকু বলতে পারি।’

অনুষ্ঠানে মিমি চক্রবর্তী বলেন, ‘এই সিনেমায় কাজ করার সময় একবারও মনে হয়নি বাইরে কোনো ছবিতে কাজ করছি। অনেকের সঙ্গে প্রথম কাজ করেছি। শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা অসাধারণ। আমি আশা করব, এই সিনেমার কথা ঘরে ঘরে হবে।’

তিনি আরও বলেন, ‘মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা আমার জন্য এক বিরাট ব্যাপার ছিল।’

মাসুমা রহমান নাবিলা বলেন, ‘এত বছর পর বড় পর্দায় ফিরছি “তুফান” দিয়ে। সবার এত সাড়া আর আগ্রহ দেখে মনে হচ্ছে প্রথম সিনেমার পর এত বছরের অপেক্ষাটা বৃথা যায়নি।’

সাংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী বলেন, ‘শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল বহুদিনের। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ তুফানের এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য।’

পরিচালক রায়হান রাফীর কথায়, ‘এটি এমন একটা ছবি যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন ভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। “তুফান” তেমন একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার স্কেলটাকে অনেক হাই করবে।’

এদিকে, সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত হয়েছে ‘তুফান’ সিনেমার শিরোনাম সংগীত ‘লাগে উরাধুরা’। এতে দুই বাংলার দর্শকের নজর কেড়েছেন মিমি। ভাসছেন বিপুল প্রশংসায়। অ্যাকশন ধাঁচের এই সিনেমার প্রযোজনায় আছে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান- আলফা আই, চরকি ও এসভিএফ (কলকাতা)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877