শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ নারী কেবিন ক্রু গ্রেফতার

শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ নারী কেবিন ক্রু গ্রেফতার

স্বদেশ ডেস্ক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা এসভি-৮০৪ নামের একটি বিমান থেকে এক কেজি ৯৭৯ গ্রাম স্বর্ণসহ নারী কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রোকেয়া খাতুন (৪০)।

মঙ্গলবার রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দার যৌথ অভিযানে স্বর্ণসহ ওই নারী কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, রিয়াদের এসভি-৮০৪ ফ্লাইটটি মঙ্গলবার ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণে সময় ছিল। কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকার কারণে ফ্লাইটটি ভারতের হায়দরাবাদে অবতরণ করে। পরবর্তীতে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে সেখান থেকে মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জিয়াউল হক জানান, গোপন তথ্যের ওপর ভিত্তি করে এপিবিএন, এনএসআই ও শুল্ক গোয়েন্দার যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করে ১১টি স্বর্ণের বার, আটটি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়, যার আনুমানিক ওজন ১৯৭৯ গ্রাম।

গ্রেফতার রোকেয়ার বাড়ি সিরাজগঞ্জ বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877