রবিবার, ১৬ Jun ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশের কিছু অপরাধী এমপি আজিমকে হত্যা করেছে : ডিবি প্রধান

বাংলাদেশের কিছু অপরাধী এমপি আজিমকে হত্যা করেছে : ডিবি প্রধান

স্বদেশ ডেস্ক:

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম বাংলাদেশের কিছু অপরাধীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হারুন-অর-রশিদ বলেন, একজন সংসদ সদস্যকে বাংলাদেশী অপরাধীরা নৃশংসভাবে হত্যা করেছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা আছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনব। বিচারের মুখোমুখি করব। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে চাচ্ছি না।

ডিবি প্রধান বলেন,‘আমরা অধিক গুরুত্ব দিয়ে তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি। তিনি তিনবারের সংসদ সদস্য। এ বিষয়ে আমার ভারতের পুলিশের সাথে নিবিড়ভাবে কাজ করছি। আমাদের কাছে কয়েকজন আছে। তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ড কখনো মেনে নেয়া যায় না।’

তিনি বলেন,‘তদন্তের স্বার্থে আমরা এখনই সবকিছু বলতে চাচ্ছি না। আমাদের হাতে কয়েকজন আছে, আমরা তাদের আইনের আওতায় নিয়ে এসেছি। বাকি যারা রয়েছে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং বিচারের মুখোমুখি করব।’

বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে জানা গেছে কি না? এ প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আসলে এটা কী কারণে ঘটেছে জানতে আমাদের তদন্ত চলছে। এটা পারিবারিক নাকি আর্থিক নাকি এলাকায় কোনো দুর্বৃত্ত দমন করার কারণে এমন ঘটনা ঘটেছে- সবকিছু আমরা তদন্তে আনব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877