শুক্রবার, ২৮ Jun ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জমকালো ঢালিউড এ্যাওয়ার্ড ৩০ জুন রোববার

জমকালো ঢালিউড এ্যাওয়ার্ড ৩০ জুন রোববার

স্বদেশ ডেস্ক: নিউইয়র্কে ঢালিউড এ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে ৩০ জুন রোববার। এ উপলক্ষ্যে জামাইকাস্থ আমাজুরা হলকে সাজানো হচ্ছে নতুন রুপে। বাংলাদেশ থেকে আসছেন ১৫ জন নামীদামি ও গুণী শিল্পী। তাদের মধ্যে রয়েছেন নায়ক শাকিব খান,চঞ্চল চৌধুরী, তাহাসন খান,তোসিফ মাহবুব,তৌহিদ আফ্রিদী, নায়িকা মেহাজাবিন চৌধুরী,নুসরাত ফারিয়া,তানজিন তিশা, তাসনিয়া ফারিন.মৌসুমী,মিলা ইসলাম,ইয়াসমীন লায়লা,মন্দিরা চক্রবর্তী,দর্শরা বনিক ও দিনাত জাহান মুন্নী। থাকছেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। খামারবাড়ী গ্রোসারী,বোম্বে ভিডিও,খলিল বিরিয়ানী হাউজ ও সুচনা সুপার মার্কেটে টিকেট পাওয়া যাচ্ছে। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম টিকেট ফুরিয়ে যাবার আগেই প্রবাসী বাংলাদেশিদের তা সংগ্রহ করতে অনুরোধ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877