রবিবার, ১৬ Jun ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

আমি বাবার হত্যাকারীদের ফাঁসি চাই

আমি বাবার হত্যাকারীদের ফাঁসি চাই

স্বদেশ ডেস্ক:

‘আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। তবে বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই’ এমনটাই দাবি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ চাওয়ার কথা জানান তিনি।

মুমতারিন ফেরদৌস ডরিন সাংবাদিকদের বলেন, ‘আমার সাথে সর্বশেষ বাবার ভিডিও কলে কথা হয়। তিনি বলেছিলেন, আম্মু আমি ভারতে যাচ্ছি। দুই-একদিনে চলে আসব। তোমার দাঁতের যত্ন নিও। তোমার দাঁতে সমস্যা। আমি ইন্ডিয়া থেকে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি থাকো, আমি আসতেছি। এ কথা বলে গেছে। এরপরে আর কথা হয়নি।’

মুমতারিন ফেরদৌস আরো বলেন,‘আমি এখনই কাউকে সন্দেহ করছি না। তবে কারা আমি দেখতে চাই। এরপর আমি বলব। যাদেরকে ধরা হয়েছে এবং যাদের ধরার পরিকল্পনা হচ্ছে, তাদেরকে ধরতেও আমি সহযোগিতা চাচ্ছি। তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বের হয়ে আসবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন,‘আটকদের আমি চিনি না। কিন্তু আমি চিনতে চাই। হারুন স্যারকে (ডিবি প্রধান) আমি বলে এসেছি, আপনি আইডেন্টিফাই (শনাক্ত) করেন। আমাকে চেনান তারা কারা? আমি তাদের চিনতে চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। কারা আমাকে এভাবে এতিম করে দিল?’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877