মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা! বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের বিষয়টি আদালতেই সুরাহার চেষ্টা করব, হাইকোর্টের নির্দেশনা নিয়ে শিক্ষামন্ত্রী গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

স্বদেশ ডেস্ক

সুনামগঞ্জে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় চার শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদ। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে আলোচনা সভা, বৃত্তি বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অন্তর্ভুক্ত ছিল।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য পিএসসি’র সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাড. রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপচার্য ড. মো. আবু নঈম শেখ, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ধসঢ়, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।

সাংবাদিক ও সংস্কৃতিকর্মী দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জিসান আল ইয়াসির, ঈশিকা দাস, পূর্ণা তালুকদার ও অর্ণব দাস।

আলোচনা পর সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে ২০১ জনকে এককালীন চার হাজার, ২১৯ জনকে পাঁচ হাজার করে টাকা এবং প্রত্যেকে ‘সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থ উপহার দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877