স্বদেশ ডেস্ক:
রেকর্ড পরিমাণ বৃষ্টি-ঝড় ও আকস্মিক বন্যার কবলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার মুষলধারে বৃষ্টি ও প্রবল ঝড়ের কারণে ওমানে ১৮ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু।
এছাড়া দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অনেক এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানায় প্রধান সড়কগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ওমানের সামাদ আ’শানে গত রবিবার ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত নয়জন স্কুলছাত্রী এবং চালকসহ একটি স্কুলগাড়ি বন্যার পানিতে ভেসে গেছে।
ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, উদ্ধারকারী দল এখনও নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজছে।
ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ আশ শারকিয়াহ উত্তর প্রদেশের বন্যাকবলিত এলাকা থেকে নাগরিকদের বের করে আনার জন্য পুলিশ ও সৈন্যদের মোতায়েন করা হয়েছে।
এছাড়া বেশ কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে সরকারী ও বেসরকারী অফিস বন্ধ রাখা হয়েছে। এছাড়া বাসিন্দাদেরও আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান করা হয়েছিল।
অন্যদিকে মঙ্গলবার ওমানের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে আকস্মিক বন্যায় প্রধান মহাসড়কের কিছু অংশ প্লাবিত হয়ে দুবাই জুড়ে সড়কপথে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে যে, স্থানীয় সময় মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৪৯ সালের পর থেকে সর্বোচ্চ।
এদিকে বাহরাইন, কাতার ও সৌদি আরবেও ভারী বৃষ্টিপাত হয়েছে।