মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা! বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের বিষয়টি আদালতেই সুরাহার চেষ্টা করব, হাইকোর্টের নির্দেশনা নিয়ে শিক্ষামন্ত্রী গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
ভারতে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতাসহ ২৯ জন নিহত

ভারতে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতাসহ ২৯ জন নিহত

স্বদেশ ডেস্ক

ভারতের ছত্তিশগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রাওসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজ্যটির কানকার জেলায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একে-৪৭ ও ইনসাস রাইফেল রয়েছে। নিহত শঙ্করের মাথার দাম ২৫ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, কানকার জেলার বিনাগান্দা জেলার একটি বনে এ বন্দুকযুদ্ধ হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। জেলা সংরক্ষিত বাহিনী (ডিআরজি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এ অভিযানে অংশ নেয়।

আহত তিনজনের মধ্যে দুজন বিএসএফ সদস্য। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে আহত ডিআরজি সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।

সূত্র জানায়, দুপুর ২টার দিকে ডিআরজি-বিএসএফ যৌথ অভিযান শুরু করলে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। মাওবাদী দমনে ২০০৮ সাল থেকে রাজ্যটিতে ডিআরজি মোতায়েন রয়েছে। সন্ত্রাসবাদ রুখতে তাদের সঙ্গে কাজ করছে বিএসএফ।

গত মাসে ছত্তিশগড়ে আরেকটি বন্দুকযুদ্ধ হয়েছিল। ওই ঘটনায় দুই মাওবাদী ও আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য নিহত হয়েছিলেন। ঘটনাস্থল থেকে তখন বন্দুক, বিস্ফোরক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অন্যান্য উপাদান উদ্ধার করা হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877