শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

বাংলাদেশের কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

বাংলাদেশের কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

স্বদেশ ডেস্ক

বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক উৎপাদনকারী এবং মার্কিন বাজারে ক্রমবর্ধমান উল্লেখযোগ্য পোশাক সরবরাহকারী দেশ। দেশে ন্যূনতম মজুরিতে পরিবর্তনের দাবি জানিয়ে প্রতিবাদে নামা শ্রমিকদের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধ করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। খবর বিজনেস অব ফ্যাশনের।

এএএফএর মতে, সহিংস বিক্ষোভের জেরে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ১০০ জনেরও বেশি পোশাক শ্রমিক এবং শ্রম আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন অনুসারে আরও হাজার হাজার শ্রমিককে আটকের হুমকি দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠিতে মার্কিন বাণিজ্য গোষ্ঠী এখনও আটকে থাকা বিক্ষোভকারীদের মুক্তির এবং বিক্ষোভের সময় শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী সহিংসতার তদন্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ শ্রীলঙ্কাজুড়ে ন্যূনতম মাসভিত্তিক বেতন ৪০ শতাংশ বৃদ্ধি করেছে দেশটির সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877