বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে গণধোলাই

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে গণধোলাই

স্বদেশ ডেস্ক

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে চার ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (২২ মার্চ) ভোরে উপজেলার গোগনগর এলাকায় ওই ঘটনা ঘটে।

এ সময় পুলিশ জরুরি সেবা ৯৯৯-তে কল পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো: শাহাদাত হোসেন।

তিনি জানান, ‘ভোরে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে জানতে পারি গোপনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে চার ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। তাৎক্ষণিক ফোর্স পাঠাই ঘটনাস্থলে। আমাদের পুলিশ অভিযুক্ত চার ব্যক্তিকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। ওই ব্যক্তিরা আপাতত চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি তাদের পরিচয় জানার জন্য।’

পুলিশের এই অফিসার জানান, ‘হাসপাতালে পুলিশের আওতায় আছেন তারা। আমরা ঘটনার যাচাই করছি। মামলা প্রক্রিয়াধীন আছে, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877