করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের আসন্ন চলচ্চিত্র ‘ব্যাড নিউজ’-এর পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে তৃপ্তির সঙ্গে দেখা গেছে ভিকি কৌশল ও অ্যামি ভ্রিককে।
স্বদেশ ডেস্ক:
করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের আসন্ন চলচ্চিত্র ‘ব্যাড নিউজ’-এর পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে তৃপ্তির সঙ্গে দেখা গেছে ভিকি কৌশল ও অ্যামি ভ্রিককে।
সিনেমার নাম পরিবর্তনের প্রসঙ্গে করণ জোহর বলেন, ‘এই সিনেমার গল্প একেবারেই কমেডিতে ভরপুর। নায়ক-নায়িকারা একটা বাজে খবর পেতেই তাঁদের জীবনে শোরগোল পড়ে যায়।
এতে ভিকি কৌশলের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তৃপ্তি। তবে ভিকি কৌশল একা নন, তৃপ্তির প্রেমে মজবেন আরেক অভিনেতা অ্যামি ভ্রিক। জুলাই মাসেই মুক্তি পাবে সিনেমাটি।
‘অ্যানিম্যাল’ ব্লকবাস্টার হওয়ার পর থেকে এই মুহূর্তে ব্যাপক আলোচনায় রয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। তাঁর ঝুলিতে এখন একের পর সিনেমার অফার। বলিউডের নামজাদা প্রযোজকরা তৃপ্তির সঙ্গে কাজ করতে আগ্রহী।