শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

৬ দাবিতে জবি শিক্ষার্থীদের মশাল মিছিল

৬ দাবিতে জবি শিক্ষার্থীদের মশাল মিছিল

স্বদেশ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় ছয় দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার রাত ৮টায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ বিক্ষোভ মশাল মিছিল করা হয়।

এ সময় আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। মশাল মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা ছয় দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো

১. অবিলম্বে তদন্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে স্থায়ী বহিষ্কার করতে হবে।
২. অভিযুক্তদের সাথে সংশ্লিষ্ট সবাইকে (তৎকালীন প্রক্টরিয়াল বডি) তদন্ত সাপেক্ষে জবাবদিহিতার আয়ত্তে আনতে হবে।
৩. পূর্বে ঘটে যাওয়া সকল নিপিড়নের বিচার দ্রুততম সময়ের মধ্য নিশ্চিত করতে হবে।
৪. অতিদ্রুত সময়ে নিরপেক্ষ নিপীড়ন দমন সেল গঠন করতে হবে এবং বিভাগে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে।
৫. স্পেশালিষ্ট মনোবিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে।
৬. প্রশাসনের দেয়া প্রতিশ্রুতি আগামী ৭ কর্মদিবসের মধ্য উপস্থাপিত দাবি বাস্তবায়ন করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন,‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমাদের সমস্যা নেই। তবে অভিযুক্তদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। আর স্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে তো একটা প্রক্রিয়া আছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877